।। লুৎফর রহমান রিটন।।
ইয়াহিয়া টিক্কা খানের
তোমরা পরিচারক,
একাত্তরের খানসেনাদের
বাহক এবং ধারক।
বুলডোজারে ভাঙলে কারে?
শেখ মুজিবের স্মারক!?
কারণ মুজিব জয়বাংলার
প্রেরণা সঞ্চারক…
তোমরা হচ্ছো পাক্সারবাদ
মব আমদানীকারক?
আলবদর আর লালবদরের
নাতিপুতির ক্ষারক…
মুক্তিযুদ্ধ স্বাধীনতার
সন্ধি-সমাস-কারক–
গুঁড়িয়ে দিয়ে চব্বিশেরই
বয়ান সম্প্রচারক!
তিরিশ লক্ষ প্রাণের দানই
বাংলাদেশের আরক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
স্বাধীনতার জারক….
অটোয়া ১৪ আগস্ট ২০২৫