শাব্বির খান নামক এক ব্যক্তি তার ফেইসবুকে লিখেছেন,‘রিক্সাচালক আজিজুরকে জামিন দিয়ে এবং কারামুক্ত করে আদালত ঘোষনা করলো যে, ধানমন্ডি ৩২ নাম্বারে ফুলেল শ্রদ্ধা জানাতে যাওয়া এবং জয় বাংলা শ্লোগান দেওয়া বাঙালির আইন সঙ্গত অধিকার এবং তা কোন ভাবেই অপরাধ নয়!
আদালতের রায়ই হচ্ছে আইন। এখন থেকে এই আইন সবাই মেনে চলবেন এবং যার যখন ইচ্ছা ৩২ নাম্বারে যাবেন, জয় বাংলা শ্লোগান দেবেন, ফুল দেবেন এবং আদালতের আদেশে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনী তাকে/তাদেরকে সুরক্ষা দিতে বাধ্য।
আর সেই সাথে ঘোষনা করছি যে, ফ্যাসিস্ট ইউনূস গংদের বিরুদ্ধে “জয় বাংলার মেহনতি মানুষের এটাই প্রথম জয়”! মেশিন চলবে… জয় বাংলা।’