।। তাজুল মোহাম্মদ্ ।।
‘তারেক রহমান কথা দিলাম- ৩২ নম্বর দখল নিলাম’
৩২ নম্বর বলতে বুঝানো হয়েছে ঢাকা নগরীর ধানমন্ডি সড়কের ৬৭৭ নম্বর বাড়ি। মাইক যোগে স্লোগানটি দিয়েছে বিএনপি ১৫ আগষ্ট ঐ বাড়ি ( বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যা ৫ আগষ্ট/২০২৪ ভস্মীভূত এবং ৫ ফেব্রুয়ারি/২৯২৫ এক্সকাভেটর দ্বারা গুড়িয়ে দেয়া)টি দখল করার পর।
তারপর থেকে সারাদিন বিএনপি – জামায়াত,এনসিপি,রাজাকার,আলআদর- লালবদর এবং সরকারি বাহিনিসমূহ ঘেরাও করে রেখেছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া লোকদের মহিলা দিনমজুর ,রিকশাচালকসহ সবাইকে হেনস্হা করেছে। একজন রিকশাচালক অর্ধদিনের উপার্জন দ্বারা কিনে আনা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাতে পারেননি।বিএনপি নেতা কর্মীরা ভেঙ্গে ফেললো রিকশা। নিজে হলেন প্রহৃত।অবশেষে হত্যা মামলার আসামী হয়ে কারাবাস।জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে গেলেই অপরাধী হয়ে বন্দি হয়ে থাকতে হবে কারাগারো?
একজন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। রাজনীতিক, তবে আওয়ামী লীগ নন।তিনি নিজে গনফোরাম নামক দলের সভাপতি। শোক দিবসে নিজের বাড়িতে বঙ্গবন্ধুর জন্য মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছিলেন। পুলিশ মিলাদ পড়তে দেয়নি ,নিয়ে গেল রান্না করা সমস্ত খাবার।
এটাই হলো জামায়াতে ইসলামী ,নেজামে ইসলাম ,হেফাজত আর পাকিস্তানপন্হিদের ইসলামি বাংলাদেশ। ইউনূসের সমতার সমাজ।বৈষম্যবিরোধী ,নাবালক, পুলিশ সেনাবাহিনী,বিএনপি – ছাত্র দলের স্বৈরাচারমুক্ত গনতন্ত্রের মবতন্ত্র।আপনার মত বা ভিন্নমত কি?
লেখক: মুক্তিযুদ্ধ গবেষক,মননশীল লেখক, কানাডাপ্রবাসী।