২০২৪এর ৫ আগস্ট বাংলাদেশে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি। এদিন জঙ্গী হামলা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সাউথশীল্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোকদিবসের সভায় প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যে জঙ্গীরা ২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় হামলা চালিয়েছিল, মানুষ হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নৃশংস ঘটনা। তিনি প্রমাণ দিয়ে বলেন, ৫ আগষ্টের পর জঙ্গীদের জেল থেকে ছাড়িয়ে নেওয়া হয়, হলি আর্টিজান হত্যাকাণ্ডের নায়কদের ছেড়ে দেওয়া হয়, ২১ আগস্ট হামলাকারিদের জেল থেকে মুক্তিদিয়ে মামলা থেকেও মুক্ত করে দেওয়া হয়। এসব ঘটনা থেকে প্রমাণিত হয়, ৫ আগস্ট এটা জঙ্গীদের দ্বারা সংঘটিত হামলা। এবং ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন করা হয়েছে।এখন জঙ্গী শাসন চলছে দেশে। দেশ ও দেশের মানুষ বিপন্ন।
দেশের মানুষ এখন বলতে শুরু করছে জননেত্রী শেখ হাসিনাই একমাত্র দেশপ্রেমিক নেত্রী, যার হাতে দেশ নিরাপদ।মাহন মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে তিনিই দেশকে এগিয়ে নিতে পারেন, তার বিকল্প নেই।
গত ১৯ আগস্ট সাঊথশীল্ডের আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সাউথশীল্ড আওয়ামীলীগের সভাপতি জাবিস আহমদ জিম্মাদার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মকসুদ কোরেশী।
সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।