জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের জন্য ‘চরম অপমানজনক’ বলে আখ্যায়িত করেছে।
রবিবার (২৪ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের উপর ১৯৭১ সালে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তার দায় স্বীকার করে পাকিস্তানের উচিত আনুষ্ঠানিক ও নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। অথচ এর বিপরীতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ‘দিল পরিস্কার’ করার কথা বলেছেন, যা ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশকে অপমান করার সামিল।
জাসদ পাকিস্তানের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর পাকিস্তান এমনভাবে তৎপরতা চালাচ্ছে, যেন তারা সাবেক পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে ফেলেছে। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানায় দলটি।
জাসদ অভিযোগ করে, পাকিস্তান বাংলাদেশকে তাদের সহজাত ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী রাজনীতির’ যুদ্ধক্ষেত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে।
বিবৃতিতে জাসদ মনে করিয়ে দেয়, পাকিস্তানকে ভুলে গেলে চলবে না—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত করেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আজও গৌরবের সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।