সংস্কৃতিকর্মী ও কাউন্সিলার পুষ্পিতা গুপতা গত ২৬ আগস্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে চিন্ময় প্রভূর মুক্তির দাবীতে ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে একক অনশন ধর্মঘট করেন। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অনশন ঘর্মঘটে সংহতি জানিয়ে তার পাশে দাঁড়ান মানবাধিকার নেতাদের মধ্যে ড. আনসার আহমউল্লাহ, সৈয়দ এনামুল ইসলাম,সুশান্ত দাশ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানসহ আরো অনেকে।

পরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে সরকারের হস্তক্ষেপ ও চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে পুষ্পিতা গুপ্তা অনশন ভঙ্গ করেন। মানবাধিকারকর্মী সুশান্ত দাশ ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রমাহন খান তাকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।