৮ আগস্ট ২০২৪-এ প্রধান উপদেষ্টা – অবৈধ দখলদার অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস প্রতিশ্রুতির আতশবাজি ফোটালেন। বললেন, গণতন্ত্র ফিরবে, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ অধিকার ফিরে পাবে।
তেরো মাস অতিক্রান্ত, আজও কিছুই হয়নি। নেই নির্বাচন, নেই গণতন্ত্র, নেই জনগণের অধিকার। আছে শুধু এক অন্ধ ক্ষমতালিপ্সু শাসকের দখলদারিত্ব, দমননীতি আর প্রতারণা।
আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মুখ ফসকে প্রশ্ন করলেন—“যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনি, তবে কবে থেকে কার্যকর হবে?” কিন্তু এ প্রশ্ন জনগণের জন্য নয়; এটি আসলে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের ক্ষমতালিপ্সার নগ্ন প্রকাশ। সর্বোচ্চ আদালতের আসন থেকে ফাঁস হয়ে গেল সেই নীলনকশা—কয়েক মাসের অন্তর্বর্তী নয়, বরং দীর্ঘমেয়াদি অবৈধ ক্ষমতাদখলই আসল পরিকল্পনা।
গণতন্ত্র ফেরানোর নামে নাটক আজ চরম ভণ্ডামিতে পর্যবসিত হয়েছে। প্রতিশ্রুতির ফুলঝুরি শুকিয়ে গিয়ে রেখে গেছে কেবল দমননীতি, মিথ্যাচার আর ক্ষমতার নেশায় মাতাল এক অবৈধ দখলদার।
এই সরকারের প্রতিটি মুহূর্ত জাতির বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশকে মুক্ত করতে হলে, অবৈধ দখলদার অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকারের অবসান ঘটাতেই হবে।