নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর পাড়ায় রাতের অন্ধকারে এক চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা প্রাচীন কালী মন্দিরে প্রবেশ করে কালী মা-এর প্রতিমা ও শিবের প্রতিমা গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা মন্দিরের মূল গর্ভগৃহে থাকা কালী প্রতিমা ভেঙে টুকরো টুকরো করে দেয়। শুধু তাই নয়, শিবলিঙ্গসহ শিবের প্রতিমাকেও নৃশংসভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। সকালে পূজারিরা নিয়মিত পূজা দিতে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। খবরটি মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “এটি কেবল প্রতিমা ভাঙা নয়, এটি আমাদের ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই।” তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ মন্দির পরিদর্শন করেছে। থানার ওসি জানিয়েছেন, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। দোষীরা যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।” ইতিমধ্যে পুলিশ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় হিন্দু সম্প্রদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। তারা দাবি করেছেন, হিন্দু ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।