বাংলাদেশ ছাত্রলীগ, ভোলা জেলার সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফকে নিজ বাড়ির সামনে নৃশংসভাবে হত্যার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আরিফকে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে হাতুড়ি দিয়ে মাথা ও শরীর থেতলে দিয়ে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘ ছয় মাস অন্যত্র অবস্থান করা আরিফ অসুস্থ বাবাকে দেখতে নিজ বাড়িতে ফেরার সুযোগকেও ঘাতকরা রক্তাক্ত মৃত্যুর ফাঁদে পরিণত করেছে।
বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, আরিফকে টার্গেট করে হত্যা করা হয়েছে শুধুমাত্র ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা শহিদ আরিফের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বর্তমান অবৈধ ও অসাংবিধানিক খুনি ইউনূস সরকারের অপশাসনের নির্বিচার বলি হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অবর্ণনীয় দমন-পীড়ন, জেল-জুলুম ও নির্মম হত্যার ধারাবাহিকতায় যোগ হলো আরেকটি প্রাণহানির ঘটনা। এ দেশে এখন আর বিচার চাওয়ার মতো পরিবেশ নেই।
তবে বাংলাদেশ ছাত্রলীগ অঙ্গীকার করছে এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করব, এবং দখলদার সরকারের অপশাসনের অবসান ঘটিয়েই শহীদ আরিফের আত্মত্যাগকে সার্থক করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।