অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে ৭১-এর দানবেরা ফিরে এসেছে: বাংলাদেশকে পাকিস্তান বানানোর নীলনকশা চলছে!
রাতের অন্ধকারে জামালপুরের শেরপুর ব্রিজের নিচে একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে ৭১–এর পরাজিত শক্তি।যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দোসর ছিল, যারা আজ অবৈধ ইউনুস সরকারের মদদে নতুন করে বিষের ফণা তুলছে।
এটাই আজকের বাস্তবতা! যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই বীরদেরই এখন হত্যা, দমন, পীড়ন চলছে। আবারও রাজাকাররা ফিরে আসছে রাষ্ট্রক্ষমতার ছায়ায়, আবারও তারা স্বাধীনতার পক্ষের মানুষদের নিধনযজ্ঞে মেতে উঠেছে।
এই অবৈধ সরকার দেশের আইন–শৃঙ্খলা ধ্বংস করে রাজাকারদের হাতে তুলে দিচ্ছে। দেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে।