অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে গণপিটুনির নামে হত্যা!
এটাই বাংলাদেশ আজ! অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে মব ভায়োলেন্স, আইন নিজের হাতে তুলে নিচ্ছে অসভ্য মব। নিরীহ মানুষ হত্যার মহোৎসব চলছে, অথচ রাষ্ট্র নীরব দর্শক হয়ে আছে।
যে দেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, সাংবাদিক–অধ্যাপক পেটানো হয়, সেখানে খেটে খাওয়া সাধারণ মানুষও রক্ষা পাবে কেন? এই মব–রাজনীতি আসলে ইউনুস সরকারের ইন্ধনে তৈরি অরাজকতা, যার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
বাংলাদেশকে মব–রাজ্যে পরিণত করা এই অবৈধ সরকারের একমাত্র অর্জন!