বাংলাদেশে বর্তমানে যেকোনো মত প্রকাশকে হুমকি হিসেবে গণ্য করা হচ্ছে। দেশের অন্তর্বর্তী সরকার বাকস্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটিকে উচ্চ অপরাধ হিসেবে বিবেচনা করছে। ফলে ভিন্নমত প্রকাশকারীরা নিষ্পেষিত হচ্ছেন। বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই নীতি দেশে ফ্যাসিবাদী প্রবণতার উত্থানের ইঙ্গিত দিচ্ছে। সরকারের এই পদক্ষেপে মুক্ত চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।