অবৈধ দখলদার ইউনুস সরকারের হাতে সাধারণ মানুষের জীবন আজ মুল্যহীন। হাজারো শ্রমিকের বিক্ষোভের মাঝে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ভেনচুরা লেদারের শ্রমিক মো. হাবিব। অসংখ্য শ্রমিক হাসপাতালে, কেউ মরণাপন্ন, কেউ রক্তে ভেসে মাটিতে লুটিয়ে আছে।
শ্রমিকরা ন্যায্য দাবি বন্ধ করতে, অবৈধ সরকারের লেলিয়ে দেওয়া সেনাবাহিনী গুলি চালিয়ে শ্রমিক হত্যার নোংরা খেলায় মেতে ওঠে।অবৈধ দখলদার ইউনুস সরকারের কাছে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের জীবন কিছুই নয়। তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতা আঁকড়ে ধরা, আর সেই জন্যই রক্ত ঝরানো হচ্ছে রাস্তায় রাস্তায়।
আজ প্রশ্ন শুধু একটাই—
👉 এই শ্রমিক হত্যার হুকুম কে দিল?
👉 কার নির্দেশে শ্রমিকের বুক ঝলসে গেল গুলিতে?
উত্তর একটাই—অবৈধ দখলদার ইউনুস।
বাংলাদেশ আজ কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে ক্ষমতার লোভে দখলদার সরকার শ্রমিকদের রক্ত ঢেলে টিকে থাকতে চায়। এই শ্রমিক রক্তই, ইউনুসের পতনের ঘণ্টা বাজাবে ।