বাংলাদেশ নারী ও কিশোরীরা প্রতিদিন যে সহিংসতার শিকার হচ্ছেন, তার এক করুণ পরিসংখ্যান সম্প্রতি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ (বিএমপি) প্রকাশিত একটি অর্ধ-বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ১ জাকার ৫৫৫ জন নারী ও কিশোরী সহিংসতার শিকার হয়েছেন। দেশের ১৫টি জাতীয় দৈনিক থেকে সংগৃহীত এই তথ্য শুধু সংকটের ব্যাপকতাই নয়, নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যর্থতাকেও প্রকাশ করছে।