মব একটি নতুন শব্দ। জুলাই জঙ্গীরা ইউনূসের সার্বিক সহোযোগিতায় বাংলাদেশে মন ভায়োলেন্স প্রতিষ্ঠিত করেছে। ব্রিটিশ শাসনামলে পেনাল কোডে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে পাঁচজনের অধিক মানুষ কোনো অপরাধ সংঘটিত করলে সেটাকে দাঙ্গা বলা হতো। সাদৃশ্য থাকায় মবের মাধ্যমে সংঘটিত অপরাধ ‘দাঙ্গা’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী- গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) ঢাকায় সংঘটিত ‘দাঙ্গা’র ঘটনাগুলোর প্রায় তিন-চতুর্থাংশই হয়েছে মতিঝিল, গুলশান ও তেজগাঁও অঞ্চলে। অপরাধ হিসেবে ‘মব সহিংসতা’কে ‘দাঙ্গা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।
বণিক বার্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে রাজধানীতে ৩৮টি দাঙ্গার ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩টি ঘটেছে মতিঝিল এলাকায়। এরপর সর্বোচ্চ গুলশানে আটটি এবং তেজগাঁও এলাকায় সাতটি। এছাড়া এ সময় রাজধানীতে ২৩১টি দস্যুতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি তেজগাঁওয়ে ৫০টি দস্যুতার ঘটনা ঘটেছে। এছাড়া মতিঝিলে ৪৬টি এবং গুলশানে ১৫টি দস্যুতার ঘটনা পুলিশের নথিভুক্ত হয়েছে। জখমের ঘটনাও এসব অভিজাত ও বাণিজ্যিক এলাকায় বেশি ঘটেছে। গত ছয় মাসে রাজধানীতে ৫০৩টি জখমের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ১২৯টি জখমের ঘটনা মতিঝিলে। এছাড়া গুলশানে ৭২টি এবং তেজগাঁওয়ে ৬০টি জখমের ঘটনা ঘটেছে।
এসব মব বা দাঙ্গার মধ্যে আলোচিত কিছু ঘটনার একটি হলো, ব্যাংক পাড়া খ্যাত মতিঝিলে একটি বাণিজ্যিক ভবন দখলের চেষ্টায় ২৯ জুলাই ৩০ থেকে ৩৫ জনের মবকে পুলিশ থামাতে গেলে মবকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর থানার ভেতরেই হামলার চেষ্টা করে এই মব। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গুলশানে ঘটে যাওয়া মব অ্যাটাকের একটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে এবং সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় মব হামলা। অর্থ লুটপাটের উদ্দেশ্যে গত ৫ মার্চ গুলশান-২ নম্বরে ৮১ নম্বর সড়কে অবস্থিত তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসাটি ঘেরাও করে মব।
এছাড়াও রাজধানীর অভিজাত আবাসিক এলাকায়ও মবের ঘটনা ঘটেছে। বারিধারা কূটনৈতিক জোনের ২ নম্বর ইউএন রোডের ছয়তলা একটি বাড়ির দুটি ফ্ল্যাট দখলের পরিকল্পিত হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেইন খান ও তার মেয়ে ক্যাপিটাল্যান্ডের নির্বাহী পরিচালক মাহিরা হোসেইন খান ফ্ল্যাট দুটিতে বাস করেন।
দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতির অনুকূলে নেই বলে মনে করে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান বণিক বার্তাকে বলেন, ‘কর্মসংস্থান হচ্ছে না বিনিয়োগ পরিবেশ না থাকায়। বিনিয়োগ না হওয়ার অন্যতম কারণ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্বলতা। পরিবেশ তৈরি হচ্ছে না বলে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। তারা একটি নির্বাচিত স্থিতিশীল সরকার চান।’
রাজধানীর বাণিজ্যিক ও অভিজাত আবাসিক এলাকাগুলোতে বিভিন্ন সময় মবের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট আস্থার সংকটে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘মতিঝিল, গুলশান ও তেজগাঁওসহ বাণিজ্যিক এলাকায় মবের ঘটনা ব্যবসায়িক আস্থা কমিয়ে দিচ্ছে। ক্ষুদ্র থেকে বৃহৎ সব ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ভোক্তারাও ঝুঁকিতে পড়ছেন। এ ধরনের পরিস্থিতি অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত করছে এবং নতুন কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঢাকা চেম্বার মনে করে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা ও সঠিক সময়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি স্বাভাবিক হবে।’( আওয়ামীলীগ পেইজ)