বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে অঙ্গীকারবদ্ধ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজিত “বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে ১৪ ও ১৫ সেপ্টেম্বর (রবিবার ও সোমবার) পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে।
দুই দিনব্যাপী এই উৎসবে থাকবে: • সাহিত্যালোচনা • কবিতা পাঠ ও আবৃত্তি • সেমিনার • নতুন বইয়ের মোড়ক উন্মোচন • বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান
এছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক ও কবি-সাহিত্যিকদের অংশগ্রহণের পাশাপাশি যুক্তরাজ্যপ্রবাসী লেখকদের জন্য পৃথক বই বিপণন সুবিধা রাখা হয়েছে।
উল্রেখ্য, গত ২০০৯ সাল থেকে বিলাতে একটানা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে বইমেলা ও সাংস্কৃতিক উতসব হয়ে আসছে। এতে বাংলাদেশ থেকে বই নিয়ে প্রকাশকবৃন্দ অংশ নিয়ে থাকেন। মেলায় অতিথি হয়ে আসেন কবি সাহিত্যিক,বুদ্ধিজীবী।ইতোমধ্যেই লন্ডনে পৌছেছেন প্রকাশক ও অতিথিবৃন্দ। কানাডা, আমেরিকা থেকেও সাহ্যিপ্রেমিরা এসে পৌছেছেন বলে জানা গেছে। বাঙালির এই মিলনমেলা এবারে মেলা উদ্ধোধন করবেন প্রধান অতিথি সাবেক বাংলা একাডেমী মহাপরিচালক খ্যাতিমান সাহিত্যিক মাহমুদ শাহ কোরোশী।বিশেষ অতিথি হিসাবে থাকছেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শুভ্রদেব।