মার্কিন সাময়িকী টাইমের ‘কিড অব দ্য ইয়ার ২০২৫’ স্বীকৃতি পেলেন ১৭ বছর বয়সী তেজস্বী মনোজ। প্রবীণদের অনলাইনে প্রতারণার হাত থেকে রক্ষা করার উদ্যোগ নিয়ে এ স্বীকৃতি পান তিনি। নিজের ৮৫ বছর বয়সী দাদার প্রতারকের খপ্পরে পড়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ হাতে নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এ কিশোরী।
গত বছর ফেব্রুয়ারিতে স্কাউটিং আমেরিকা ক্যাম্প থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে তাঁর দাদার একাধিক মিসড কল দেখতে পান বলে জানান তেজস্বী। পরে জানা যায়, তাঁর দাদাকে দূর সম্পর্কের এক আত্মীয়ের পরিচয় দিয়ে প্রতারক চক্রের পক্ষ থেকে দুই হাজার ডলার চেয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে টাকা পাঠানোর আগেই তেজস্বীর বাবা বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেন। এ ঘটনা দেখে তেজস্বী বুঝতে পারেন, প্রবীণ ব্যক্তিরা কত সহজেই অনলাইন প্রতারণার শিকার হতে পারেন। আর এ উপলব্ধিই তাঁকে এই উদ্যোগ নেওয়ার প্রেরণা জোগায়।
‘শিল্ড সিনিয়রস’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তেজস্বী। ৬০ বছর বা তার বেশি বয়সীদের অনলাইনে প্রতারণা শনাক্ত করতে, বিশ্লেষণ করতে এবং তা রিপোর্ট করতে সহায়তা করে এই ওয়েবসাইট। বর্তমানে সীমিত পরিসরে এর কার্যক্রম চালু আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পাওয়া সন্দেহজনক বার্তাগুলো পরীক্ষার জন্য আপলোড করতে পারেন। এর পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে স্ক্যান করে প্রতারণার বিষয়টি যাচাই করা হয়। যাচাই করার পর প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে সেসব তথ্য সরাসরি এফবিআই, এএআরপি এবং এসইসির মতো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কাছে পাঠানো হয়।
টাইম ম্যাগাজিন তেজস্বীর এই প্রচেষ্টার প্রশংসা করে বলেছে, বয়স্কদের নিঃসন্দেহে অনলাইন সুরক্ষার প্রয়োজন। তেজস্বী তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গলফ নিউজ।