গতকাল ১৫ সেপ্টেম্বর দুপুরে প্রখর রোদ আর ঝড়ো হাওয়ায় আন্দোলিত হলো একাত্তরের মতো আবার লন্ডন শহর।দাবী ছিল অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ দাবী। লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে দা বাংলাদেশী ডায়েসপড়া ইন ইউকে-এর উদ্যোগে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহযোগিতায় “রেলি ফর বাংলাদেশ’জানিয়ে দিলো ব্শ্বিকে বাংলাদেশ জেগো ওঠো।
ট্রাফালগার স্কয়ারে সমাবেশের পর এক পর্যায়ে রেলি করে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যাওয়া হয় লক্ষ মানুষের পদযাত্রা এবং শেষ হয় বিকাল ৪টায়।
মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রবাসী বাঙালিকে এই বিপন্ন সময়ে দেশমাতৃকাকে পাকিস্তান ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে এই র্যালীতে যোগ দিয়ে ‘৭১ এর মতো আমাদের পূর্বসূরিদের গৌরবদীপ্ত পথে এগিয়ে আসেন বঙ্গ সন্তানরা। ‘ইউনুস তুই রাজাকার/এই মুহূর্তে বাংলা ছাড়’ আর ‘জয় বাংলা’ শ্লোগানে মুখরিত লন্ডন আছড়ে পড়ে টেমসে তটে।

ড. ই্উনুসকে মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এ অঙ্গীকারে বিলাতের সকল শহর আর রক্তিম গুচ্ছ পল্লী থেকে বাসে ট্রেনে হাজার হাজার বাঙালি মাতৃভূমিকে বলে দেন তোমার সন্তান আমরা মরি নাই।
মাথায় পট্টি আর হাতে আন্দেলিত পবিত্র বাংলাদেশের লাল সবুজ পতাকা গর্জে উঠলো কেন আবার এই বার্তা দিয়ে গেলেন লক্ষ প্রবাসী।ছিলেন নারী পুরুষ কাতারে কাতারে। ছিলেন সাবেক মন্ত্রী, এমপিরা। সকলেই আওয়াজ তুলেছেন দেশ বাঁচাতে অবৈধ ইউনুসের পদত্যাগ চাই।
সমাবেশ চলাকালে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে। এতে আরো উজ্জীবিত হন সমাবেশে আগত প্রবাসীরা। দেশ বাঁচাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সবাই।