বাংলাদেশ সরকারের নিজস্ব সংবাদ সংস্থা বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ ফেসবুকে এক পোস্টে ‘ছাগলকাণ্ড’ প্রসঙ্গ টেনে স্মৃতিচারণ করেছেন। গত ডিসেম্বরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মেয়ের ছাগল চুরি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারী। তার এ পোস্ট ঘিরে আবারও আলোচনায় এসেছে মন্ত্রিপাড়ায় ঘটে যাওয়া অদ্ভুত ও লজ্জাজনক এই ঘটনাটি।
মাহবুব লিখেছেন, অসুস্থ আইন উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় গিয়ে তিনি একদিন দেখেন, বাচ্চারা একটি ছাগল নিয়ে খেলছে। আসিফ তাকে জানান ছোট মেয়ে ছাগল খুব পছন্দ করায় বাসায় এনে রাখা হয়েছে। কিছুদিন পর আবার গেলে ছাগল আর দেখা যায়নি। মাহবুব প্রশ্ন করলে আসিফ কোনো উত্তর দেননি।
পোস্টে বাসস এমডি উল্লেখ করেন, ছাগলটির প্রতি বাচ্চাদের অনুরাগ ছিল প্রবল। কিন্তু হঠাৎ ছাগল উধাও হয়ে যাওয়ায় শিশুরা নীরব হয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থেকে গেছে আরেক আসিফের নাম- সরকারের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত ডিসেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাংলোয় ঘটে ছাগল উধাও কাণ্ড। বাংলোয় থাকা দুটি ছাগলের মধ্যে একটি রাতে উধাও হয়ে যায়। এই ঘটনার নেপথ্যে ছিলেন এনসিপির নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ।
এলজিআরডি উপদেষ্টা আসিফের পাশের বাসা উপদেষ্টা আসিফ নজরুলের বাসায় ঢুকতে দেয়াল টপকে ছাগল সরানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজেও। তাদের একজন ছাগল জবাই করে রাতভর ভোজের আয়োজন করেন। অন্য ছাগলটিকে ফেরত পাঠানো হয় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে- যাতে লেখা ছিল: “চপ্পুর পদত্যাগ চাই।”
ঘটনার পর আইন উপদেষ্টা সিসিটিভি ফুটেজ দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং উপদেষ্টা পরিষদে অভিযোগ তোলেন। বিব্রত হয়ে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন একটি ছাগল কিনে দেন, যদিও তা ফেরত পাঠানো হয়।