সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে আজ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪–০ গোলে বিধ্বস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের দল।
বাংলাদেশের হয়ে গোল করেন: সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মানিক।
ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩০ মিনিটে কর্নার থেকে ফিরে আসা বলে সাব্বিরের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ নষ্ট করে বড় ব্যবধানে এগিয়ে যেতে ব্যর্থ হয় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেমেই রূপ পাল্টায় ম্যাচ। ৪৯ ও ৫১ মিনিটে পরপর দুটি গোল করেন অপু রহমান ও মোহাম্মদ আরিফ। এরপর ৬৫ মিনিটে মানিক গোল করে জয় নিশ্চিত করেন ৪–০ ব্যবধানে।
সাত দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ: নেপাল, শ্রীলঙ্কা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে।
‘বি’ গ্রুপে আছে: ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।