
।। আলমগীর শাহরিয়ার।।
বাঙালি মুসলমান বা হিন্দু পরিবারে শিশুরা বেসিক ধর্মজ্ঞান পেয়ে থাকে। উপরন্তু, মুসলমান ধর্মাবলম্বী শিশুরা স্কুলের আগে কিংবা পরে মসজিদ মক্তবে আরবি ও ধর্মীয় শিক্ষা পায়। কিন্তু পরিবারে নাচ, গান, ছবি আঁকা চাইলেও শেখা যায় না। এজন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান ও ইনস্ট্রুমেন্টাল সহযোগিতার দরকার পড়ে। বহু গবেষণায় দেখা গেছে, শিশুর সৃজনশীল মনোজগত, সংবেদনশীলতা, বুদ্ধিমত্তা ও সুকুমারবৃত্তি বিকাশে শিল্প, সাহিত্য, সংগীত ও ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আপনার শিশুকে পৃথিবীর উপযোগী করে গড়ে তুলুন। কোনো ধর্মব্যবসায়ীদের কথায় কান দিয়ে তাদের কুয়োর ব্যাঙ বানাবেন না। তারা বিশ্ব নাগরিক হয়ে উঠুক। মানবিক হোক। সংবেদনশীল হোক।
লেখক: সাহিত্য গবেষক ও কবি।