আজ যারা বিনা ভোটে ক্ষমতায় আসীন, তারা ৭১-এর পরাজিত শক্তির ধারক ও বাহক। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সক্রিয় পেশাজীবীদের অংশগ্রহণে অর্জিত স্বাধীনতা তাঁদের কাছে কখনোই মেনে নেওয়া হয়নি। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই তিনটি একে অপরের পরিপূরক।
৭১-এর দেশি-বিদেশি পরাজিত শক্তি এখনও তাদের পরাজয় মেনে নিতে পারেনি। তারা এই অঞ্চলে পাকিস্তানী ভাবধারায় আরেকটি পাকিস্তান চাইছে। তাই তারা চেষ্টা করছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলা, নতুন সংবিধান প্রণয়ন ও দেশের ইতিহাসের স্বতন্ত্র পরিচয় ধ্বংস করতে। এই পরিকল্পনার একমাত্র বাধা হলো আওয়ামী লীগ।
তবে আমরা ভুলে যেতে পারি না ৬ লক্ষ মা-বোনের ইজ্জত এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই লাল-সবুজ পতাকার স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ আমাদের। এই ইতিহাস, এই আত্মত্যাগের মূল্যবোধ রক্ষা করাই বর্তমান প্রজন্মের দায়িত্ব। আওয়ামী লীগের নেতৃত্ব ও বঙ্গবন্ধুর আদর্শই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সর্বশ্রেষ্ঠ নিশ্চয়তা।( আওয়ামীলীগ পেইজ থেকে)