দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়ে ১৩ সেপ্টেম্বর না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। তাঁর স্মরণে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। যেখানে গানে কথায় শিল্পীকে স্মরণ করেছেন অনেক শিল্পী। ছিলেন ফরিদার স্বামী ও প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিমও।
গতকাল সকালে ময়মনসিংহেও শিল্পীর স্মরণে হয়েছে বিশেষ অনুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। সেই সঙ্গে সাম্প্রতিক মাজার ভাঙচুর, আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ার ঘটনাগুলোর প্রতিবাদ জানানো হয়।