বাংলাদেশের ইতিহাস যতটা রক্তে রঞ্জিত, ততটাই সংগ্রাম, স্বপ্ন আর আশার। সেই ইতিহাসের প্রতিটি বাঁকে দাঁড়িয়ে আছেন এক মহীয়সী নারী—জননেত্রী শেখ হাসিনা। আজ তাঁর জন্মদিনে আমরা শুধু একজন ব্যক্তিকে স্মরণ করি না; স্মরণ করি এক মহান সংগ্রামী আত্মাকে, যিনি কোটি মানুষের স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন।
অন্ধকার থেকে আলো
১৯৭৫-এর কালরাত্রি শুধু শেখ হাসিনার পরিবারকেই নিঃস্ব করেনি, পুরো জাতিকে করেছে পথহারা। বিদেশের মাটিতে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি দেশের জন্য বুকভরা ভালোবাসা লালন করেছেন। পরে দেশে ফিরে যখন আওয়ামী লীগের হাল ধরলেন, তখন শুরু হলো এক অনন্ত লড়াই গণতন্ত্র বনাম স্বৈরাচার, মানবতার পক্ষে বনাম দখলদার শক্তির বিপক্ষে।
আজও বাংলাদেশ এক কঠিন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। দখলদার ড. ইউনুসের দুঃশাসন, বিদেশি স্বার্থের দৌরাত্ম্য ও জঙ্গিবাদের ছায়া আবারও অন্ধকার নামাতে চাচ্ছে। সাধারণ মানুষ হাহাকার করছে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান দুর্নীতি ও ষড়যন্ত্রের বেড়াজালে জর্জরিত। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একটাই ভরসা শেখ হাসিনা। তিনি ছাড়া জাতিকে এই দুঃশাসন থেকে মুক্ত করার আর কোনো বিকল্প নেই।
জননেত্রী শেখ হাসিনা সংগ্রামের প্রতীক
শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী নন; তিনি মমতার মা, সাহসের সৈনিক, মানবিকতার মূর্ত প্রতীক। তিনি জানেন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তাই তিনি কখনও মাথা নত করেননি বিদেশি চাপ কিংবা দখলদার শক্তির কাছে। পদ্মা সেতু তাঁর আত্মবিশ্বাসের প্রতীক, ডিজিটাল বাংলাদেশ তাঁর দূরদর্শিতার ফসল, আর দারিদ্র্য বিমোচন তাঁর মানবিক অঙ্গীকারের সাফল্য।
জন্মদিনের তাৎপর্য
আজকের দিনে আমরা উপলব্ধি করি, শেখ হাসিনার জন্ম কেবল একটি পরিবারের জন্য আশীর্বাদ নয়, পুরো জাতির জন্য কল্যাণের আলো। তিনি থাকলেই বাংলাদেশ থাকে নিরাপদ তিনি নেতৃত্ব দিলেই দেশ এগোয় উন্নয়নের পথে। তাঁর জন্মদিন তাই শুধু শুভেচ্ছা জানানোর দিন নয়,এটি প্রতিজ্ঞা করার দিন যে, আমরা তাঁর নেতৃত্বে দুঃশাসন ও দখলদারিত্বকে পরাজিত করব।
বাংলাদেশের মানুষের চোখে শেখ হাসিনা এখন আলোর প্রদীপ, যিনি অন্ধকার দূর করে ভবিষ্যতের পথে পথ দেখান। ড. ইউনুসের দুঃশাসন, দুর্নীতি আর ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্যবদ্ধ থাকব তাঁর পাশে, মুক্তির সংগ্রামে, উন্নয়নের অভিযাত্রায়।
শুভ জন্মদিন জননেত্রী শেখ হাসিনা। বাংলার মাটি ও মানুষ আপনাকে ভালোবাসে, আপনিই আমাদের শেষ আশ্রয়।