ঢাকা শহরের বিভিন্ন এলাকা সংসদ ভবন, পন্থপথ, মগবাজার, তেজগাঁও, গুলিস্তান এবার দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। শত শত মানুষ, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও, আওয়ামী লীগের মিছিল যেন অপ্রতিরোধ্য। এ মিছিল কেবল রাজনৈতিক শক্তির প্রতীক নয়, বরং জনগণের অমোঘ অভিমত ও আবেগের প্রকাশ।
অবৈধ সরকার দেশের সংবিধান ও জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে চলেছে। মানুষের মৌলিক অধিকার হরণ, আইন অমান্য, আর ক্ষমতার অপব্যবহার সবই এ সরকারের নিত্যনৈমিত্তিক চিহ্ন। কিন্তু আজকের দৃশ্য প্রমাণ করে, সাধারণ মানুষ নীতিহীন সরকারের প্রতি কোনোরকম সংযম বা গ্রহণযোগ্যতা রাখে না। তারা বলছে, “মানব না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।”
এ মিছিল কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়; এটি দেশের অবৈধ শাসকগোষ্ঠীর প্রতি জনগণের প্রতিরোধ ও অসহযোগিতার প্রতীক। মানুষের রোষ, সংকল্প এবং ঐক্য দেখিয়েছে যে, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না।
এটি স্পষ্ট যে, কোনো সরকারের অবৈধতা, সেনা-বাহিনী বা পুলিশের উপস্থিতি দ্বারা স্থায়ী করা সম্ভব নয়। ঢাকার রাস্তায় প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্লোগান, প্রতিটি মিছিল অবৈধ সরকারের জন্য সতর্কবার্তা বহন করছে—জনগণ একসময় তাদের ন্যায়ের বিচারের মুখোমুখি করবে।
আজকের এই মিছিল শুধু ঢাকার নয়, সমগ্র দেশের প্রতিটি অঞ্চলের জনগণের মনোবলকে উদ্দীপিত করেছে। এটি প্রমাণ করে, দেশের শাসনযন্ত্র যদি জনগণের প্রতি বিশ্বাসহীন থাকে, তাহলে মানুষের গণতান্ত্রিক শক্তি কখনোই নিস্তেজ হবে না।(আওয়ামীলীগ পেইজ)