সম্প্রতি জামাতনেতা শিশির মনির শাল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেন, রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট। আরো বলেন, মুহম্মদ বলেন আর যীশু বলেন,কৃষ্ণ বলেন সবাই একই। সকলেই মানবতার কথা বলেছেন।
এই কথা বলার পরই দিরাই শাল্লার তৌহিদী জনতা ক্ষেপে ওঠেন। তারা প্রতিবাদী মিছিল বের করেন। শিশির মনিরের শাস্তি দাবী করেন। কী বিচিত্র এ জগত! ভোটের জন্য আকাশ পাতাল এক করার রাজনীতি বলে নেটিজন মন্তব্য করছেন। এটাই নাকি জামাতের চরিত্র। ৪ অক্টোবর শাল্লা বাজারে তৌহিদী জনতার মিছিল ছিল এমনি এক উদাহরণ।
ছবিতে দেখা যাচ্ছে,সুনামগঞ্জের দিরাইয়ের ,জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল করছে তৌহিদী জনতা! জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী কিন্ত গ্রেফতার হইছিল এই ধর্ম অবমাননার মামলায়।