চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর চ্যাংশুনে একটি এয়ার শো চলাকালে মাঝআকাশে দুটি উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার)-এর সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় গাড়িগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংঘর্ষে একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়।
ঘটনাটি ঘটেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং (XPeng)-এর সহযোগী প্রতিষ্ঠান এক্সপেং অ্যারোএইচটি (XPeng AeroHT)-এর তৈরি উড়ন্ত গাড়ির মহড়ায়।
এক্সপেং অ্যারোএইচটি এক বিবৃতিতে জানায়, মহড়ার সময় দুটি উড়ন্ত গাড়ি আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে একটি অবতরণের সময় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়।
Flying Cars Collide In China: AeroHT Vehicles Crash During Rehearsal, One Engulfed In Flames | VIDEO
প্রতিষ্ঠানটি দাবি করে, “ঘটনাস্থলে থাকা সবাই নিরাপদে ছিলেন।” তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাতে জানায়, এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি উড়ন্ত গাড়ি মাটিতে পড়ে জ্বলছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এক্সপেং অ্যারোএইচটি জানায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফিউজলাজে গুরুতর ক্ষতি হয়, যা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এক্সপেং অ্যারোএইচটি জানায়, তাদের উড়ন্ত গাড়িগুলো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম (VTOL)। এসব গাড়ির সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট প্রায় ৩ লাখ মার্কিন ডলার। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা ইতিমধ্যে ৩ হাজারের বেশি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছে।
উড়ন্ত গাড়ির প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে গত বছর ইউরোপের একটি ফ্লাইং কার নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে এক্সপেং অ্যারোএইচটি। এর মাধ্যমে ইউরোপের বাজারেও নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে তারা।
বাজার বিশ্লেষকদের মতে, ইলেকট্রিক গাড়ির পর এবার ‘ফ্লাইং কার’ সেক্টরেও চীনা প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন