ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক উত্তাপের মধ্যেই আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ইউরোপিয় তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন।
বৈঠকে অংশগ্রহণকারী রাষ্ট্রদূতরা হলেন— ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলা। নরওয়ের বিশেষ করে রাজনৈতিক মধ্যস্থতায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিবাচক ভূমিকার ইতিহাস রয়েছে।
গতকাল ৬ই অক্টোবর, সোমবার রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ কেন্দ্রিক অবস্থান এবং দলের নেতা-কর্মীদের ওপর চলমান অত্যাচার ও নির্যাতন বিষয়ে আলোচনা হয়।
ইতিপূর্বে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলের ফেসবুক পেজে জানিয়েছিলেন, দেশের প্রয়োজনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। তবে এজন্য একটি নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন আয়োজন অপরিহার্য।
আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক সূত্র জানিয়েছে, বর্তমান ইউনূস সরকার নির্বাচন পরিচালনার জন্য গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আওয়ামী লীগ মনে করে না।
স্বাধীন এবং নিরেপেক্ষ নির্বাচন কমিশন, আইনের শাসনের উপর আস্থাশীল প্রশাসন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ যেকোন নির্বাচন আয়োজনের পূর্বশর্ত। নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করা, হয়রানিমূলক মামলায় কারাগারে থাকা নেতা-কর্মীদের মুক্তি এবং রাজনীতিক কর্মসূচিতে মব সন্ত্রাস ও প্রশাসনিক হয়রানি বন্ধ করা অপরিহার্য বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল।(সূত্র: বিডি ডাইজেস্ট)