অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে ২০২২ সালের আগস্ট থেকে পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বহিষ্কৃত নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তক্রমে পূর্বের সব বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বিডি ডাইজেস্টকে জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রাখা এবং অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংগঠনের আন্দোলনকে বেগবান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের ভাষায়, “দলের অতীতের বিরোধ বা ভুল বোঝাবুঝি দূর করে এখন সবাইকে একই প্ল্যাটফর্মে আনা জরুরি। ইউনূসবিরোধী আন্দোলনে ছাত্রলীগের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”