আফজাল হোসেন
চুলায় জ্বলতে জ্বলতে জীবনভর মানুষের খাদ্যের গন্ধ পায় সে তাই কখনো কখনো তার তো মনে হতে পারে, একটু ঘুরে আসি মনে হতেই পারে, পুড়িয়ে ছাই করে দিয়ে আসি মানুষের ভবিষ্যৎ প্রবল দাপটে সে জ্বলে উঠতে পারে আর পোড়াতে পারে নির্ভয়ে নিকটের বলে সে ভালো করেই জানে, মানুষেরা কেউ কারো নয় তাই অবিশ্বস্ত মানুষের দেশে আগুন রাক্ষসের মতো দয়া মায়াহীন।