বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি বলেছেন, দেশমাতৃকার সুরক্ষার জন্য জীবন বাজি রেখে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করা সেনা সদস্যদের মধ্য থেকে ১৫ জনকে আজ রাজাকারের উকিল তাজুলের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিকে, এই ট্রাইব্যুনাল কয়েক দিন আগে ১৯৭১ সালে ১,৪০০ জন নিরস্ত্র বাঙালিকে হত্যায় অংশ নেওয়া যুদ্ধাপরাধী খুনি এ. টি. এম. আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে।
তিনি জানান, ইউনুস সরকার জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের কর্মী এবং জামায়াতের শাখা দল এবি পার্টির সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। তাজুল ছিল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের প্রধান আইনজীবী। তাজুল ছাড়াও ICT-BD-এর অন্যান্য প্রসিকিউটরদের মধ্যে অনেকে প্রকৃত যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছে এহং জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।
এছাড়াও তিনি উল্লেখ করেন, রাজাকার, যুদ্ধাপরাধী এবং জঙ্গিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে। এখনই প্রতিরোধের সময়।