এটা কি কাকতালীয়? না, এটা পরিকল্পিত ধ্বংসের অপারেশন!
দেশের শিল্পকারখানা, বন্দরের বাণিজ্য ও শ্রমজীবী মানুষের রুটিরুজিতে আঘাত করে অর্থনীতিকে হাঁটু গেড়াতে বাধ্য করা হচ্ছে। উদ্দেশ্য একটাই — বাংলাদেশকে বিদেশি প্রভুদের কর্পোরেট দাসে পরিণত করা।
যে চক্র আজ ক্ষমতা দখল করে বসে আছে, তারা নিজের দেশের মানুষের নয় — বিদেশি মালিকদের স্বার্থ রক্ষা করছে।
তাদের নেতা ইউনূস খোলাখুলিভাবে দেশের ভিতরকার শিল্প ধ্বংস করে বিদেশি আমদানিকারকদের লাভবান করছে।
এটাই তাদের “বদলানো বাংলাদেশ” — যেখানে শ্রমিক বেকার, শিল্প ধ্বংস, আর বিদেশিরা লাভবান।
বাংলাদেশের অর্থনীতি ভেঙে দিলে দেশটাকে নিয়ন্ত্রণ করা সহজ — এটাই তাদের টার্গেট।
কিন্তু ভুলে যেও না, এই দেশ কোনো দালালের বাপের সম্পত্তি নয় — এই দেশ ১৭ কোটি মানুষের।
🔥
বাংলাদেশের সম্পদ বিদেশি প্রভুদের নয় – এই দেশের মানুষের।
চক্রান্ত থামাও। অর্থনীতি বাঁচাও।
