এ সিজন অব বাংলা ড্রামা‘র প্রযোজনায় ‘নূরা‘জ রিটার্নস’ নাটক মঞ্চস্থ হয়েছে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে।৮নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্ছস্থ নাটকে বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। এক ঘন্টাব্যাপী চলা নাটকে কোনো দর্শক উঠে যাননি।
বিশ্বমাত্রিক নাট্যকার ইবসেনের ‘দি ডলস হাউস’ অবলম্বনে ‘নুরা‘জ রিটার্নস’ বিনির্মাণ ও বাংলায় রূপান্তর করেন নাট্যকার বুলবুল হাসান। তিনি নিজে অভিনয় করেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেন সৈয়দা সায়মা আহমেদ, খাদিজা রহমান। সঙ্গীত সহযোগে নাটকটি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক নানা সংকট এবং প্রবাস জীবনের টানাপোড়ন উঠে আসে। বিনির্মিত নাটকে ‘দি ডলস হাউস’র থিম অক্ষুন্ন রেখে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে আনা বেশ কঠিন। কিন্তু নাট্যকার তা এমনভাবে সংযোজন ও উপস্থাপন করেছেন, কেউ বুঝতেই পারবেন না, নাটকটি বিনির্মিত।
এ ধরণের বিশ্বমাত্রিক নাটক মঞ্চস্থ হলে বাঙালি প্রবাসীদের মধ্যে নাটকের প্রতি আগ্রহ বাড়বে বলে সুধীজন মন্তব্য করেন। রবীন্দ্র সঙ্গীতের ব্যবহার চমতকার ছিল। যারা গানে কণ্ঠ ও বাদ্যযন্ত্র সংযোগ করেন, তাদের কৃতিত্বও নাটককে হৃদয়গ্রাহী করেছে। নাটকটি পরিচারণায় ছিলেন সৈয়দা সায়েমা আহমেদ।
