শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলার ৯০ ওভার শেষ হয়ে যাওয়ায় সেঞ্চুরির জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
আগামীকাল সকালে যদি ১ রান করে সেঞ্চুরির দেখা পান তাহলে তিনি ঢুকে যাবেন ‘শততম টেস্টে সেঞ্চুরি’ করাদের ক্লাবে। এর আগে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ১০ জন। যাদের মধ্যে রয়েছে রিকি পন্টিং, জাভেদ মিয়াদাদ, ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তি খেলোয়াড়রা।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন টাইগাররা। মুশফিকের শততম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত শান্ত। দলে আনেন দুই পরিবর্তন। আগের টেস্ট খেলা দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় একাদশে ফিরেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরুর পর তিন উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন প্রথম সেশনেই ফিরিয়ে দেন ওপেনার সাদমান ইসলাম ৩৫, মাহমুদুল জয় ৩৪ ও নাজমুল হোসেন শান্তকে ৮।
১০০ রানে তিন উইকেট হারিয়ে চাপেই ছিল টাইগাররা। এরপরে মুমিনুল–মুশফিক জুটিতে ম্যাচে ফিরে বাংলাদেশ । ব্যাটিং বিপর্যয় সামাল তারা । দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে গড়ে ওঠে ১৫৯ রানের জুটি। সতর্ক ও ধৈর্যশীল ব্যাটিংয়ে ৬৩ রান করেন মুমিনুল। তিনি কয়েক দফা জীবন পেলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দলকে বড় সংগ্রহে পৌঁছাতে সাহায্য করে।
মুশফিকের এমন দুর্দান্ত ইনিংসে ভর করে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ১৮৭ বলে ৫ চারে ৯৯ রানে অপরাজিত আছেন। অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ৮৬ বলে ২ বাউন্ডারিতে ৪৭ রান। এটি টেস্টে লিটনের শততম ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন।
বাংলাদেশের ২৯২/৪ ; মুশফিক ৯৯*, মুমিনুল ৬৩, লিটন ৪৭, সাদমান ৩৫; অ্যান্ড ম্যাকব্রাইন ৪/৮২।
