মনজুরুল হক
বাংলাদেশের বাঙালি একটি আত্মমর্যাদাহীন জাতি। পরাধীনতাকে ভাগ্যের ফের বলা মূর্খ। তুলনায় ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হওয়া আফগান জাতিও মুসলমান বাঙালির চেয়ে ভালো।
⭕️
গত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে দৃশ্যমান হতো দেশের প্রায় সকলেই লীগের সমর্থক। ২৪-এর ৫ আগস্টের পর সেই তাদেরই মনে হচ্ছে প্রায় সকলেই লীগের বিপক্ষ। এমন ভালনারেবল নেশনকে সুবিধাভোগী, মতলববাজ, ধান্ধাবাজ ইতর বদমায়েশরা যা-খুশি গেলাতে পারে। গেলাচ্ছেও। ভগ্ন স্বাস্থ, ক্রিমিনাল মগজ, সুবিধাবাদী লালচের একদল পরগাছা মানুষ গত ষোল মাস ধরে এই জাতির নাকের ডগায় মূলো ঝুলিয়ে ছিদিম চক্কর খাওয়াচ্ছে।
⭕️
এদেরই স্যাঙাত পা*কি প্রেতাত্মা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী জামাতি পরিচালিত ‘বিচারালয়’, তারাই পক্ষ, তারাই বিপক্ষ। সেখানে সুচারুভাবে মঞ্চায়িত এক ‘নাটকে’ ফাঁসির আদেশ দেওয়া হলো মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালি নেত্রীকে। ৫৪ বছর ধরে পরাজিত পা*কি প্রেতাত্মারা এই দিনটির অপেক্ষা করছিল।
⭕️
১৯৭১ সালে মাত্র সোয়া এক কোটি মানুষ শরণার্থী ও মুক্তিযোদ্ধা হিসাবে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। বাদবাকি মানুষদের অনেকেই মনে মনে মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও অজস্র মানুষ বিপক্ষে ছিল। তাদের হাতে ছিল জয় বাংলার পতাকা, মনে ছিল চাঁন-তারা কওমি নিশান, যা এখন বাতাস পেয়ে পত পত করে উড়ছে।
⭕️
এই বাঙালিদের সুশীল অংশের তথাকথিত বুদ্ধিব্যাশাদের কেউ কেউ বয়ান দিচ্ছেন-“দেশের ব্যবসায়ী গোষ্ঠি থেকে শুরু করে ভারত, রাশিয়া, চীন, জাপান, আমেরিকা- যাদের স্বার্থ রক্ষায় তিনি (শেখ হাসিনা) মনোযোগী ছিলেন, তারা কেউই তাকে ক্ষমতায় রাখতে পারেনি। ভারত তাকে আশ্রয় দিয়েছে ঠিকই, তবে যে পলাতক জীবন তিনি সেখানে যাপন করছেন, তার চেয়ে অবমানার আর কিছু হয় না।
এই ঘটনা বর্তমান ও ভবিষ্যৎ শাসকগোষ্ঠির জন্য সতর্কবার্তা- কোন অযুহাতেই জনগণকে বঞ্চিত করে দমন পীড়নের রাজত্ব কায়েম করে পার পাওয়া যাবে না। জনগণ ক্ষুব্ধ হলে কোন মেট্রোরেল কোন পদ্মাসেতু কোন চুক্তি আপনাদের বাচাতে পারবে না।”
⭕️
এই বোকাচো*দা*দের ধারণা জনগণ ক্ষুব্ধ হওয়ায় লীগের পতন ঘটেছে, লীগের নেত্রীর ফাঁসির আদেশ হয়েছে! চোখের সামনে ক্ষমতা দখলকারী ইতর বদমায়েশদের বদমায়েশি দেখেও এরা তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে না। সরকারকে উৎখাত করতে গেলে সরকার বল প্রয়োগ করবে, এটাই বুর্জোয়া রাষ্ট্রের সিস্টেম। সে কারণে সেই সরকারের, রাষ্ট্রের সকলকে নির্মূল করতে পারে গণঅভ্যুত্থানে ক্ষমতাপ্রাপ্ত জনগণ। এখানে কি জনগণ ক্ষমতা দখল করেছে?
⭕️
এদের মত একদল পরগাছা বুদ্ধিবেশ্যাকে ডলারে কিনে আইএসআই, সিআইএ ও ডিপস্টেট সুবিধাভোগী, মতলববাজ, ধান্ধাবাজ, ইতর বদমায়েশ, ভগ্ন স্বাস্থ, ক্রিমিনালি মগজ, সুবিধাবাদী লালচের একদল পরগাছা মানুষকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে দেশটা লুটেপুটে খাওয়ার জন্য।
⭕️
এরা সকলে মিলে জাতির সামনে একটার পর একটা তৃতীয় শ্রেণীর নাটক মঞ্চস্থ করে চলেছে। তারই একটা এপিসোড-শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। ২০১৩ সালেই সাব্যস্ত হয়ে গিয়েছিল এরা কখনও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে প্রতিশোধ নেবে। নিয়েছে। এর পর কী?
⭕️
ভারত শেখ হাসিনাকে ফেরৎ দেবে না জানা কথা। তখন জনগণকে আরও বেশি ভারত তথা হিন্দু বিদ্বেষী বানানো হবে এই বলে যে “ভারত দণ্ডপ্রাপ্ত আসামীকে ফেরৎ দিচ্ছে না”। ‘চলো চলো দিল্লি চলো’ ডাকও উঠতে পারে। যদিও সেইসব ডাক কাকের কর্কষ কা কা ধ্বনিই হবে, আর কিছু নয়।
