১৭ বছর পর নির্মিত হচ্ছে ২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়াল। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, কাস্টিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। প্রথম সিনেমার মতো দ্বিতীয় কিস্তিতেও জুটি বাঁধছেন আমির খান ও কারিনা কাপুর। এছাড়া ব়্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শারমান জোশি ও আর মাধবন।
প্রথম ছবির শেষ অংশ থেকে গল্প শুরু হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে নিশ্চিত যে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে তিন বন্ধু। সিক্যুয়ালে রাজকুমার হিরানির বিশেষ কৌতুকরসও থাকছে। পরিচালক রাজ কুমার হিরানি জানান, আগেই সিক্যুয়েলের পরিকল্পনা ছিল। তবে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। এর ফলে আমির খানের দাদাসাহেব ফাল্কে বায়োপিকের কাজও স্থগিত রাখা হয়েছে।
বেতন বাড়ছে শুবমানের; কমতে পারে রোহিত-কোহলির!বেতন বাড়ছে শুবমানের; কমতে পারে রোহিত-কোহলির!
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের কাজ চূড়ান্ত পর্যায়ে। সব ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিক্যুয়ালের শুটিং শুরু হবে। এটি মুক্তি পেকেত পারে ২০২৭ সালে।
