অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিজ জন্মস্থান চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আজ ১০শে ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় মিছিলটি করেন তারা।
এ সময় তারা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, ১ ২ ৩ ৪-ইউনূস তুই স্বৈরাচার, ক্যাঙ্গারু কোর্টের বিচার-মানি না মানবো না, হটাও ইউনূস-বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সাঈমুন আজাদ নিজের ফেসবুক পোস্টে মিছিলের ভিডিও আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন: গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ প্রহসনের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রিয় নেতা নূরুল আজিম রনি ভাইয়ের নির্দেশে আজকের বিক্ষোভ মিছিল।
স্থানীয়রা জানান, প্রায় অর্ধশতাধিক কর্মী সকালে মিছিলটি শুরু করেন। মিছিলের সামনের ব্যানারে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কর্মী নুরুল আজিম রনির ছবি দেখা যায়। মিছিলটি সিআরবিসহ টাইগার পাস এলাকার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে।
