প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, ছায়ানট, উদীচী, ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ( চট্টগ্রাম ও খুলনা), ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কার্যালয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানে পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং সাম্প্রদায়িক বিদ্বেষে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, বাংলাদেশে আধুনিক সভ্য রাষ্ট্রের ন্যূনতম বৈশিষ্ট্য অবশিষ্ট নেই। সাম্প্রদায়িক গোষ্ঠীর উন্মত্ততার পঙ্কিলতায় ডুবে গেছে সমগ্র রাষ্ট্রযন্ত্র। সরকার নামক কমিটি তার সক্রিয় পৃষ্ঠপোষক।
এই বর্বর হামলা ও হত্যাকাণ্ড বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, বহুত্ববাদিতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর চরম ও সরাসরি আঘাত। একটি স্বাধীন, সার্বভৌম ও বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সন্ত্রাসীবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে অন্য দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে শালীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা, সর্বোপরি কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে—এই অপশক্তি, উগ্র-সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠী দেশের শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করতে, ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিব্রত করতে সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত। একজন সংখ্যালঘু হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনা প্রমাণ করে যে, এরা মানবতা, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী এবং আইনের শাসনের ঘোরতর শত্রু।
এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী, উসকানিদাতা ও মদদদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান সময়ের দাবি। যদিও এই গোষ্ঠীর প্রতি বর্তমান দখলদার সরকারের নিস্পৃহতা ও নিস্ক্রিয় মনোভাব লক্ষণীয়। তাই এসব উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গি মনোভাবাপন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরে গণসচেতনতা গড়ে তুলতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ স্পষ্টভাবে ঘোষণা করছে—সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবে এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করবে, ইনশাল্লাহ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।
