প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশে ফিরেছে নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় দেশের মাটিতে পা রাখেন তারা।
দেশে ফেরার পর ছাদ খোলা বাসে সংবর্ধনা নিচ্ছেন সাফজয়ী নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।
