বৃটেনের সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিককে সব শিল্প প্রকল্প দিয়ে মূলধারার শিল্পাঙ্গনে নিজের নতুন দর্শকশ্রেণী গড়ে তোলা ও অব্যাহতভাবে উচ্চমানসম্পন্ন শিল্প পরিবেশনার জন্যে অভিনন্দন জানিয়ে স্কটিশ পার্লামেন্টে সম্প্রতি এক বিশেষ প্রস্তাব উত্থাপিত হয়েছে।
গত বছর ১৮ ডিসেম্বরে পার্লামেন্টে সৌধের বিশেষ প্রযোজনা ‘রাইমস ফর রিভার এন্ড প্লান্টিং পোয়েট্রি ইন পার্লামেন্ট’ শেষে এশিয়ান বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরি এই বিশেষ প্রস্তাব উত্থাপন করেন। এ বছর জানুয়ারির শুরুতে পার্লামেন্টের ওয়েবসাইটেও এই অভিনন্দন প্রস্তাব সংযুক্ত হলে একে সমর্থন ও স্বাগত জানান কম পক্ষে দশজন বিশিষ্ট স্কটিশ সাংসদ। তারা হলেন কলিন বেটি, মাইলস ব্রিগস, আনাবেল ইউয়িং, কেনেথ গিবসন, বিল কিড, ফুলটন ম্যাকগ্রাগর, এডওয়ার্ড মাউন্টেইন, পল সুইনি, মার্সিডিজ ভিল্লাভা, টেস হোয়াইট।
সৌধের যুগ্ম-প্রতিষ্ঠাতা কবি টি এম আহমেদ কায়সার এই প্রস্তাবকে বছরের শুরুতেই ‘এক মাইলফলক অর্জন’ হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, সৌধ পৃথিবীর বিভিন্ন বর্ণের ও সাংস্কৃতিক ঐতিহ্যের শিল্পপিপাসু মানুষের কাছে পৌঁছাতে বিশ্বের বিচিত্র সব শিল্পের নিরীক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে আসছে। এজন্যে আমরা জগদ্বিখ্যাত রয়াল আলবার্ট হল, সাউথব্যাংক সেন্টার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেলডনিয়ান থিয়েটার, ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভ্যানুতে বা বিভিন্ন শহরের সব বিখ্যাত থিয়েটার হলে যেমন নিজেদের প্রযোজনা মঞ্চায়ন করেছি বিচিত্র সব দর্শক সমাজের কাছে, আমাদের কাজগুলো একইভাবে হাউজ অব কমন্স, ওয়েলশ পার্লামেন্ট বা স্কটিশ পার্লামেন্টেও পরিবেশন করেছি তাদের জন্যে, যাদের সচরাচর আর্টভ্যানুতে দর্শক হিসাবে পাওয়া যায় না। ফলে স্কটিশ পার্লামেন্টে আমাদের অনুষ্ঠানের পর পার্লামেন্টের সাংসদরা মিলে এরকম প্রস্তাব উত্থাপন করেছেন, তা নি:সন্দেহে এক বিরল প্রাপ্তি। ইতোপূর্বে হাউজ অব কমন্সে সৌধের এক বিশেষ প্রযোজনার পর বৃটেনে লেবারদলীয় বর্ষিয়ান সাংসদ ফ্যাবিয়ান হামিলটন বলেছিলেন, বৃটিশ পার্লামেন্টে এরকম সম্মোহনী কোনো শিল্পপরিবেশনা তাঁর ২৯ বছরের সংসদ-জীবনে কখনোই প্রত্যক্ষ করেননি।
কায়সার এই বিরল প্রাপ্তিকে সৌধের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।
উল্লেখ্য, প্রায় পনেরো বছর আগে ২০১১ সালে কবি টি এম আহমেদ কায়সার ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী মিলে সৌধ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিচিত্র সব শিল্প-সমবায়ী প্রকল্প ও উচ্চমানসম্পন্ন উপস্থাপনার কারণে সৌধ বৃটেনের মূলধারার শিল্পাঙ্গনে ব্যাপক পরিচিতি পায় এবং তাতে, দক্ষিণ এশীয় দর্শকদের পাশাপাশি গোটা বৃটেন জুড়ে সৌধ বিপুল অভারতীয় দর্শকও তৈরি করে। গতবছর ডিসেম্বরে স্কটিশ পার্লামেন্টে ‘রাইমস ফর রিভার এন্ড প্লানটিং পোয়েট্রি ইন পার্লামেন্ট’ অনুষ্ঠানে সঙ্গীত ও কবিতা পরিবেশনায় অংশ নেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী, রবীন্দ্রসঙ্গীতশিল্পী অনুসূয়া পাল, কবি টি এম আহমেদ কায়সার, কবি মেধা সিং ও স্প্যানিশ কবি নাজারেথ রানিয়া।
