শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে হুন্ডাই গাড়ি নির্মাণ কারখানার উদ্বোধন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্যাপ্টেন তাজুল ইসলাম, বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এবং হুন্ডাই মোটরস ইন্ডিয়ার সিইও উনসু কিমও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
‘মেইড ইন বাংলাদেশ’ হুন্ডাই গাড়ি আগামী বছর রাস্তায় নামবে
শিল্প বিশেষজ্ঞদের মতে, হুন্ডাইয়ের গাড়ির কারখানা স্থানীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে বিশ্বব্যাপী স্বীকৃত, উচ্চমানের গাড়ি কেনার সুযোগ তৈরি করবে। এটি বাংলাদেশের গাড়ি শিল্পের প্রযুক্তিগত এবং শিল্প উন্নয়নেও অবদান রাখবে।
পূর্বে ঘোষণা করা হয়েছিল যে ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে তাদের হুন্ডাই নির্মাণ কারখানায় হুন্ডাই সেডান এবং এসইউভি উৎপাদন করবে। এসব যাত্রীবাহী গাড়ির পাশাপাশি গ্রাহকরা মূল খুচরা যন্ত্রাংশ এবং বিক্রয়োত্তর সুবিধাও পাবেন।