মেয়ে রাহা ও স্বামী রণবীর কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন অভিনেত্রী। তবে খুব শিঘ্রীই কাজে ফিরবেন । শোনা যাচ্ছে, আবারও একটি রোমান্টিক ছবিতে অভিনয় করবেন আলিয়া। ঘোষণা হয়েছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর। রণবীর কাপুর, ভিকি কৌশলের সঙ্গে এই সিনেমায় আলিয়ার অভিনয় দেখবেন দর্শক। পাশাপাশি রয়েছে দু’টি অ্যাকশন ঘরানার ছবি। স্পাই ইউনিভার্সের ‘আলফা’। অপরটি, ‘জিগরা’। জানা গেছে, নতুন একটি লাভ স্টোরিতে মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী। পুরোপুরি প্রেমের গল্প বলবে এই ছবি। তবে কেবল অভিনয়ই নয়, ছবিটি প্রযোজনাও করবেন তিনি। ইতিমধ্যে চিত্রনাট্য পছন্দ করেছেন আলিয়া।
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিং শেষ হলেই আগামী বছরের দ্বিতীয়ার্ধে শুরু হতে পারে এই ছবির শ্যুটিং। মুখ্য চরিত্রে আলিয়া থাকলেও তাঁর নায়ক হিসেবে কে থাকবেন, তাঁর খোঁজ চলছে। পরিচালক হিসেবে একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। বলি পাড়ার জল্পনা, এমন একজন পরিচালকের আসনে বসবেন যিনি ২০২২ সালে ২০০ কোটির বক্স অফিস উপহার দিয়েছিলেন। যদিও এখনই পরিচালকের নাম খোলসা করতে রাজি নন নির্মাতারা। সম্ভবত ২০২৬ সালে মুক্তি পাবে এই সিনেমা।