সিলেটে আওয়ামী লীগ নেতা ও ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি গ্রেফতার । বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল (৫০) ও ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান মুন্না। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, বুধবার রাত ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্ট থেকে আওয়ামী লীগ নেতা আলী হোসেন কাজলকে গ্রেফতার করা হয়। তিনি কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। র্যাবের মিডিয়া অফিসার জানান, কাজল সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার এজহারভূক্ত আসামী। গ্রেফতারের পর তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, বুধবার রাতে নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে ফিনল্যান্ড যুবলীগের সহসভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। মুন্না কুলাউড়ার হিরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. জিয়াউল হক।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।