বিশেষ রিপোর্ট:
লন্ডন, যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সংগঠনের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশের জন্মের সুতিকাগার। একে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না। বাঙালির সকল সংগ্রামে ছাত্রলীগ আছে, থাকবে। বক্তারা আরো বলেন, আমাদের আত্মোপলব্দি ও আত্মসমালোচনা করাও প্রয়োজন।
গত ৫ জানুয়ারি পুর্ব লন্ডনের কলিং উড হলে যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তামিম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল ও যুগ্ম সম্পাদক শাহ ফয়েজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তণ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি মো. হরমুজ আলী ও সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। বিশেষ অতিথিদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, ভিপি খসরু জামান, আওয়ামী নেতা আহমেদ হাসান, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমীন মাহমুদ পলিন ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভুইয়া। এছাড়া ভার্চয়ালি যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান।
প্রধান অতিথি মো. হরমুজ আলী বলেন, ছাত্রলীগ একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশের জন্মের সুতিকাগার। প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান বলেন, ছাত্রলীগকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না, বাঙালির সকল সংগ্রামে ছাত্রলীগ আছে, থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অতীতের কার্যক্রমে আমাদের আত্মোপলব্দি ও আত্মসমালোচনা করাও প্রয়োজন। সাধারণ সম্পাদক শেখ ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের প্রাণের সংগঠন, একে রক্ষার দায়িত্ব আমাদেরই। সবশেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। কেক খাওয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।