নতুন নেতা খুঁজতে দলকে সময় দেওয়ার জন্য জাস্টিন ট্রুডো আগামী মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখার কথা বলেছেন। ৬ জানুয়ারি নতুন নেতা খুঁজতে দলকে সময় দেওয়ার জন্য জাস্টিন ট্রুডো আগামী মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখার কথা বলেছেন।
কয়েক মাস ধরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘুরেফিরে একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন: ‘আপনি কি পদত্যাগ করবেন?’ তবে ভোটারদের হতাশা ক্রমাগত বাড়তে থাকার পরও লিবারেল পার্টির নেতার পদটি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ট্রুডো। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক বৈরিতা ক্রমাগত বাড়ছে। এমনকি নিজেকে ‘যোদ্ধা’ বলা ট্রুডো নিজ দলের ভেতরেই বিরোধিতার মুখোমুখি হচ্ছিলেন। নিজ দলের সদস্যদের অনেকে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে গতকাল সোমবার ৬ জানুয়ারি রাষ্ট্রীয় বাসভবন রিডাউ কটেজের সামনে দেওয়া বক্তব্যে ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন। বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জন্য সত্যিকারের পছন্দের ব্যক্তিটিকে প্রয়োজন। আর আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমাকে যদি অভ্যন্তরীণ দ্বন্দের বিরুদ্ধে লড়তে হয়, তবে আমি ওই নির্বাচনে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারব না।’
ঘোষণা অনুযায়ী, নিজ দল লিবারেল পার্টি তাদের নতুন নেতা বেছে না হওয়া পর্যন্ত ট্রুডো প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। দলীয়ভাবেই নতুন নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। বিবিসি