সিলেট প্রতিনিধি
সিলেট: কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৯০ বস্তায়, সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকার, ১৪,৫০০ কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করা হয়েছে এবং ২ জন গ্রেফতার হয়েছে।
০৮জানুয়ারি কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় এসআই/আবু বকর সিদ্দিক, এসআই/দ্বীপরাজ ধর প্রীন্স, এএসআই/পরীক্ষিত দাস, এটিএসআই/মাসুম আলী এবং সঙ্গীয় ফোর্সসহ রাত ০৪.০০ ঘটিকা হতে নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট ডিউটি করাকালীন রাত অনুমান ০৪.৩০ ঘটিকার সময় দ্রুতগামী একটি ট্রাককে আসতে দেখে। ট্রাকটিকে দাঁড়ানোর জন্য সংকেত প্রদান করলে ট্রাকের ড্রাইভার সংকেত অমান্য করে চেকপোষ্টকে পাশ কাটিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় সন্দেহের সৃষ্টি হওয়ায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ ট্রাকটিকে ধাওয়া করে কালিঘাট এলাকায় আটক করতে সক্ষম হয় ৷ এসময় ১। মো: হযরত আলী (৪৫), পিতা- ইব্রাহিম শেখ, সাং- সাগরদাড়ি, থানা- কেশবপুর, জেলা- যশোর, ২। আমিনুর রহমান (২৪), পিতা- আব্দুস সবুর, সাং- মাগুরাঘোনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় ট্রাকে ভারতীয় চিনি আছে। এসময় তাদের নিকট চিনির বৈধ কাগজপত্র দাবী করলে তারা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। পরবর্তীতে ট্রাকটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে ক) ০১(এক) টি হলুদ ও নীল রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- JESSORE-TA-11-2868, যার চেসিস নং-MB1A3KWA5CRAF8149, ইঞ্জিন নং- CAHZ104063, মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা, খ) ট্রাকের ভিতর সর্বমোট-২৯০ বস্তা ভারতীয় চিনি, প্রতিটি বস্তার ওজন ৫০ (পঞ্চাশ) কেজি করে সর্বমোট ১৪,৫০০ কেজি চিনি, মূল্য অনুমান ১৭,৪০,০০০/- (সতেরো লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।