জয় বাংলা প্রতিবেদন
৩১ জানুয়ারি এক বার্তায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন। স্যোসাল মিডিয়াসহ নেটে এই নির্দেশনা ছড়িয়ে পড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে আওয়ামীলীগের মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোষণার পরই শেখ হাসিনা এই বার্তা দেন। তিনি নিজ স্বাক্ষরিত এই বার্তায় বলেন,
‘বিভেদ ভুলে যাও, কাজ করতে হবে, ঝগড়াঝাটি বন্ধ না করলে আগাবে কিভাবে? সব জায়গাতেই দলের কোনো না কোনো সমস্যা বিদ্যমান। এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন যে যেভাবে পারবে প্রস্তুতি নিবে, নির্দেশনা দিলে সেভাবে আগাবে। সমস্যার সমাধান হলে সব ব্যবস্থা আমি নিবো। এই সময়ে তোমাদের এখন অনেক কাজ, কজে গুরুত্ব দাও। সমস্যার সমাধান হচ্ছে, হবে।’