পুলিশের ভ্যান থেকে নেতাকে জনতা নামিয়ে আনে
জয় বাংলা প্রতিবেদন
দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীর রাস্তায় নামার খবর পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামীলীগের আন্দোলনের কর্মসূচী পালনের প্রথম দিনে চট্টগ্রামে ১০ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, শরিয়তপুরে দেয়ালে নেতাকর্মীরা শেখ হাসিনার ছবিযুক্ত পোস্টার লাগাতে দেখা যায়। গোপালগঞ্জেও আওয়ামীলীগকর্মীরা মিছিল করার চেষ্টার খবর পাওয়া গেছে। এদিকে, পাবনায় এক আওয়ামীলীগ নেতাকে পুলিশ ভ্যানে তুলে নিতে চাইলে উপস্থিত জনতা পুলিশের গাড়ি থেকে ঐ নেতাকে নামিয়ে আনেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগ ইউনুস সরকারের পতনের দাবীতে দেশব্যাপী মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোসণা করে। আওয়ামীলীগ সরকার পতনের পাঁচ মাসের মাথায় দলটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। লিফলেট বিতরণ, পোস্টার সাটানো, প্রতিবাদ মিছিল ও হরতালের ডাক দেয় আওয়ামীলীগ। এদিকে, দলের সভানেত্রী শেখ হাসিনা দলের ভেতরে ভেদাভেদ ভুলে কাজ করার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার এই বার্তা প্রকাশ ও দলের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচী দেয়ার পর দেশে দলচি চাঙা হয়ে উঠছে।