কলকাতায় অবস্থিত ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করা হল। বৃহস্পতিবার থেকে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার এই ফোর্ট উইলিয়ামের নতুন নাম ‘বিজয় দুর্গ’ হিসেবে পরিচিত হচ্ছে। ঔপনিবেশিক উত্তরাধিকারকে ঝেড়ে ফেলে ঐতিহ্যকে ধরে রেখে নাম বদল বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর সূত্রে বলা হয়েছে, মহারাষ্ট্রের মারাঠা নৌঘাঁটির দুর্গের নামের অনুকরণে এই নামকরণ। এটি ছত্রপতি শিবাজীর দুর্গ বলেও পরিচিত।
ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ১৬৯৬ সালে কলকাতায় নির্মিত হয়েছিল ফোর্ট উইলিয়াম। বিভিন্ন সময়ে বারে বারে আক্রান্ত হয়।ক্ষতিগ্রস্ত হয় দুর্গটি। লর্ড ক্লাইভ ১৭৮১ সালে দুর্গটি ফের তৈরি করেন। কলকাতার হেস্টিংসে অবস্থিত এই দুর্গের পাশেই গঙ্গা। জানা যায়, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে এই দুর্গের নাম হয় ‘ফোর্ট উইলিয়াম’। জানা যায়, ফোর্ট উইলিয়ামের অন্দরে মূল দুর্গটি মুঘল সম্রাট অওরাঙ্গজেবের অনুমতি নিয়ে ব্রিটিশরা তৈরি করেছিল। ভারত স্বাধীন হওয়ার পর ফোর্ট উইলিয়াম হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। ফোর্ট উইলিয়াম দুর্গটির একটি অংশ মাটির নিচে। কলকাতা ময়দান বলে পরিচিত অঞ্চলের নিচে এই দুর্গের একাংশের অবস্থান। এখন থেকে ঐতিহাসিক এই দুর্গের নাম হল ‘বিজয় দুর্গ’।
ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের অন্দরে আরও দুটি অংশের নাম বদল হচ্ছে। এর আগে, সাউথ গেটের নাম ছিল সেন্ট জর্জ গেট। সেটি পাল্টে গিয়ে নাম হচ্ছে শিবাজী গেট। কিচেনার হাউসের নামও পাল্টাচ্ছে। উল্লেখ্য, ফোর্ট উইলিয়াম থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে পরিচালনা করা হয়েছিল।