রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্নের উদ্দেশ্যে পরিচালিত তাণ্ডব’ আখ্যা দিয়ে এর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। অবিলম্বে দুই দিনব্যাপী সারাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে দলটি। শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এই ক্ষোভ জানানো হয়।
এতে বলা হয়, ‘৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ইতিহাসে এক ন্যক্কারজনক কালো অধ্যায়ের সূচনা।’
বিবৃতিতে আরও বলা হয়, ৫-৬ ফেব্রুয়ারি সারাদেশে যে তাণ্ডব চালানো হলো তা সরকার প্রশাসন তাকিয়ে দেখল, কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করল না। সরকারের এই নির্লিপ্ততা অপশক্তিকে এক ধরনের মদদ দেওয়া ছাড়া আর কিছুই নয়। সরকারের এই ভূমিকারও নিন্দা জানায় ওয়ার্কার্স পার্টি।